উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত ২০, আহত ১৭১

রাজধানীর উত্তরা (Uttara) এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন অন্তত ১৭১ জন। সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর (ISPR)) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার সময়কাল ও স্থান

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা (Uttara) দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিটের মাথায় সেটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়।

নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির

বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর (Flight Lieutenant Tawkir Islam Sagar) দুর্ঘটনার পর জীবিত ছিলেন এবং তার পালস পাওয়া গিয়েছিল। পরে তাকে হেলিকপ্টার এমআই-১৭-তে করে সিএমএইচ-ঢাকা (CMH Dhaka)-এর সিসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট।

আহত ও নিহতদের তালিকা হাসপাতওয়ার ভিত্তিতে

আইএসপিআর’র তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের নিচের ৮টি হাসপাতালে ভর্তি করা হয়:

  1. কুয়েত মৈত্রী হাসপাতাল (Kuwait Maitree Hospital) : আহত ৮ জন, নিহত নেই
  2. জাতীয় বার্ন ইনস্টিটিউট (National Burn Institute) : আহত ৭০ জন, নিহত ২
  3. ঢাকা মেডিকেল কলেজ (Dhaka Medical College) : আহত ৩ জন, নিহত ১
  4. সিএমএইচ-ঢাকা (CMH Dhaka) : আহত ১৭ জন, নিহত ১২
  5. কুর্মিটোলা জেনারেল হসপিটাল (Kurmitola General Hospital) : আহত ১ জন, নিহত ২
  6. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা (Lubana General Hospital and Cardiac Center Uttara) : আহত ১১ জন, নিহত ২
  7. উত্তরা আধুনিক হাসপাতাল (Uttara Adhunik Hospital) : আহত ৬০ জন, নিহত ১
  8. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল (Uttara Crescent Hospital) : আহত ১ জন, নিহত নেই

এই ৮টি হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭১ জন। নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে।

তদন্ত ও পরবর্তী পদক্ষেপ

এ দুর্ঘটনা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী এবং আইএসপিআর থেকে এখনও বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *