ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানি, মোদির গভীর শোক ও সহায়তার আশ্বাস

ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ২০ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, এই দুঃসময়ে সম্ভাব্য সবধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মোদি লেখেন, “ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায়—যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী—আমরা গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।”

তিনি আরও বলেন, “আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

উল্লেখ্য, সোমবার বিকেলে উত্তরার (Uttara) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর – ISPR)।

আইএসপিআরের তথ্যমতে, নিহতদের মধ্যে ২ জন বার্ন ইনস্টিটিউটে, ১২ জন সিএমএইচ-ঢাকায়, ১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ২ জন লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং ১ জন উত্তরা আধুনিক হাসপাতালে মারা যান।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। আহতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে জনমনে তীব্র শোক ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। বিশেষ করে যেহেতু দুর্ঘটনাটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে ঘটেছে, তাই নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *