হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জিয়া

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে ছিন্নভিন্ন হয়ে পড়া বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।

সোমবার দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন। পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন খালেদা জিয়া ও তারেক রহমান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানি ঘটে। আগুনে দগ্ধ ও গুরুতর আহত শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এই মানবিক সংকটে বিএনপি নিজেদের সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানায় দলটি।

বিএনপির দুই শীর্ষ নেতা দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

দলীয় নির্দেশনার পরপরই সোমবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi), যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ একাধিক নেতৃবৃন্দ।

এছাড়া, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তারেক রহমানের নির্দেশে একটি উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সসহ দুর্ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রয়োজনীয় তৎপরতায় অংশ নেয় দলীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবক দল।

দুর্ঘটনার পর থেকেই উত্তারার ঘটনাস্থলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেন বিএনপির অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত তারেক রহমান সার্বক্ষণিকভাবে দুর্ঘটনার খবরাখবর নিচ্ছেন এবং দলের কর্মকাণ্ড তদারকি করছেন।

এমন এক হৃদয়বিদারক ঘটনায় বিএনপির সংগঠিত উদ্যোগ তাদের রাজনৈতিক অবস্থান ছাড়িয়ে একটি মানবিক বার্তা তুলে ধরেছে—হতাহতদের পাশে থেকে দুঃসময়ে সহমর্মিতার হাত বাড়ানো।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দুইটি টিম বাংলাদেশ ন্যাশনাল বার্ন ইউনিটে কাজ করছে। যাদের রক্তের প্রয়োজন নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *