ঢাকার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর (Bangladesh Air Force) যুদ্ধবিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি ও আহতদের নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি (BNP) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)।
সোমবার (২১ জুলাই) দলটির মিডিয়া সেল এক বিবৃতিতে জানিয়েছে, বিএনপির শীর্ষ দুই নেতা দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেন—যাতে শোকাহত পরিবারগুলো এই অসময়ে ধৈর্য ধারণ করতে পারেন।
দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে থাকা দগ্ধদের দ্রুত আরোগ্য কামনা করেন খালেদা জিয়া ও তারেক রহমান। তারা জানান, আহতদের চিকিৎসা ও পরিবারের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে দলের পক্ষ থেকে।
দলের পক্ষ থেকে দুর্ঘটনার পরপরই তৎপরতা শুরু হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
দুর্ঘটনার পরপরই বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী টিম নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। দলের তত্ত্বাবধানে উদ্ধার কার্যক্রম ও প্রয়োজনীয় সহযোগিতা চালিয়ে যাচ্ছে টিমটি।
এছাড়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন—উত্তরার মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং আহতদের জন্য প্রয়োজনীয় রক্ত দানে এগিয়ে আসতে।
দলীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে স্বতঃস্ফূর্তভাবে কাজ শুরু করেছেন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের দুইটি টিম বাংলাদেশ ন্যাশনাল বার্ন ইউনিটে কাজ করছে। যাদের রক্তের প্রয়োজন নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।



















