বিএনপি (BNP) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার (Begum Khaleda Zia) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো খারমা হামু দর্জি (Dasho Karma Hamu Dorji)। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সমসাময়িক নানা বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, এ সাক্ষাৎ ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক। তবে উভয়ের মধ্যে আন্তরিক আলোচনা হয় এবং ভুটান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
রাজনীতির পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও বেগম খালেদা জিয়া সক্রিয় রয়েছেন, এমন ইঙ্গিত মিলেছে এই সাক্ষাৎ থেকে। দীর্ঘদিন পর তাঁর সঙ্গে কোনো বিদেশি কূটনীতিকের সরাসরি সাক্ষাৎকে কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।