মাইলস্টোন দুর্ঘটনায় শোকাহত ড. মুহাম্মদ ইউনূস: “এই শোক ভাষায় প্রকাশ করা যায় না”

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে (Milestone School and College) বাংলাদেশ বিমানবাহিনীর (Bangladesh Air Force) প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস (Professor Muhammad Yunus)। সোমবার রাতের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “পুরো জাতি হতবাক, বাকরুদ্ধ। এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।”

ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি কীভাবে বলা শুরু করবো বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের মানুষই আজ নির্বাক। এ রকম ভয়াবহ কাণ্ড হতে পারে, কেউ কল্পনাও করেনি। হঠাৎ করেই যেন এক দুঃস্বপ্নে ঢুকে পড়েছি আমরা।”

তিনি বিমানের আগুনে পুড়ে যাওয়া শিশুদের প্রসঙ্গে বলেন, “এই শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব? আমরা নিজেরাই নিজেদের বোঝাতে পারছি না। এই অজানা শিশুদের মুখ বারবার চোখে ভেসে উঠছে।”

ড. ইউনূস জানান, দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। “এখনো লাশ আসছে হাসপাতালে। মা-বাবারা খুঁজছেন—আমার সন্তান কোথায়? তার মুখ আর কখনো দেখা যাবে কি না? কফিনের ভেতরের সেই দেহটা আমার সন্তানের কি না—জানা নেই। এরা সবাই আমাদেরই সন্তান। হঠাৎ করেই চিরদিনের জন্য চলে গেল।”

তিনি বলেন, “আমরা তদন্ত করবো ঠিকই, কিন্তু তদন্ত করে তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি, সবাই ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আমাদের অনুরোধ—দয়া করে কেউ হাসপাতালে ভিড় করবেন না। আহতদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। আমরা কাছে গেলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।”

নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “আপনাদের সন্তান মানেই আমাদের সন্তান। আমরা জাতি হিসেবে সবাই আপনাদের পাশে আছি। এই শোক শুধু আপনাদের নয়, পুরো বাংলাদেশের। আমরা সবাই মিলে আজ থেকে শোক পালন করবো, তাদের স্মরণ করবো, আত্মার মাগফিরাত কামনা করবো।”

বার্তার শেষে ড. ইউনূস বলেন, “আল্লাহ আপনাদের ধৈর্য দিক। আমাদের জাতির সবাইকে শান্তি দিক। যারা আহত হয়েছে, তাদের আরোগ্য দান করুক। যারা নিহত হয়েছে, তাদের জান্নাতবাসী করুক। আমরা সবার জন্য দোয়া করছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *