রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে দলটি তাদের ধারাবাহিক ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা স্থগিতের ঘোষণা দিয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “উত্তরার দুর্ঘটনায় আমরা সবাই অত্যন্ত শোকাহত। দলীয় কর্মসূচি পালনের যে মনোভাব নিয়ে আমরা খাগড়াছড়ি থেকে ফেনীর পথে যাত্রা করেছিলাম, তা বর্তমান পরিস্থিতিতে অনুচিত মনে হচ্ছে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেনীসহ পরবর্তী জেলার পদযাত্রা স্থগিত করা হয়েছে।”
জানা গেছে, ফেনীর কর্মসূচি ছিল আজ, সোমবার (২১ জুলাই)। আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে পদযাত্রা হতো। খাগড়াছড়ির কর্মসূচি শেষ করে নেতারা ফেনীর উদ্দেশে রওনা দিলেও দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই কর্মসূচিস্থল থেকে ঢাকার পথে ফিরে গেছেন।
এনসিপি চলতি জুলাই মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করে আসছে। বিভিন্ন জেলা পর্যায়ে ইতিমধ্যেই এই পদযাত্রা আয়োজন করেছে দলটি। এরই ধারাবাহিকতায় আজকের ফেনী এবং পরবর্তী জেলার কর্মসূচিগুলো ছিল পূর্বনির্ধারিত। তবে উক্ত দুর্ঘটনায় যে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দলীয়ভাবে সক্রিয় রাজনৈতিক কর্মসূচি স্থগিত করাই তারা দায়িত্বশীল সিদ্ধান্ত বলে মনে করছেন।
উল্লেখ্য, উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে জনমনে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।