কর্মীর মৃত্যুর দোয়া মাহফিলে হাস্যোজ্জ্বল জামায়াত আমির, ছবি ঘিরে বিতর্ক

একজন নিবেদিতপ্রাণ কর্মীর মৃত্যুর শোক এখনো তাজা, অথচ দোয়া মাহফিলের পরিবেশে দেখা গেল ভিন্ন এক চিত্র। জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আমির ডা. শফিকুর রহমান (Shafiqur Rahman) ও তার সহকর্মীদের দেখা গেছে হাস্যোজ্জ্বল মুখে, যেন শোক নয়, উদযাপন চলছে।

গত ১৮ জুলাই রাতে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার পথে গাজীপুরের চান্দুরায় স্ট্রোক করে মারা যান জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। তিনি রাজধানীতে দলের জাতীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। কর্মীর এমন মৃত্যুতে শোকাচ্ছন্ন হবার কথা দলের শীর্ষ নেতাদের, কিন্তু বাস্তব চিত্র ছিল তার বিপরীত।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির শফিকুর রহমান। দোয়ার শুরুতে কিছুটা গাম্ভীর্য থাকলেও, অনুষ্ঠান শেষে আমিরসহ কেন্দ্রীয় নেতারা যেন এক ভিন্ন মেজাজে চলে যান। একপর্যায়ে আমির নিজ হাতে খেজুর পরিবেশন করেন উপস্থিতদের মধ্যে, এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে হেসে ছবি তুলতে দেখা যায় তাকে।

আরও বিস্ময়কর হলো, কবর জিয়ারতের পরও আমিরের হাস্যোজ্জ্বল ভঙ্গিমা। এক শিশুর সেলফির আবেদনে সাড়া দিতে গিয়ে তাকে বুকে টেনে নেন, হাসিমুখে বিদায় জানান। অনুষ্ঠানজুড়ে এমন হাস্যরসপূর্ণ আচরণ অনেকের চোখে পড়েছে অস্বস্তিকর হিসেবে।

দলের তরফ থেকে অবশ্য নিহতের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। তবে শোকের পরিবেশে এমন আচরণ নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকের মধ্যে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান (Rafiqul Islam Khan), পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, মওলানা ইকবাল হোসেন ও অধ্যাপক আলী আজগর। সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াত আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।

একজন কর্মীর আকস্মিক মৃত্যুতে আয়োজিত মাহফিলে এতটা প্রাণবন্ততা কতটা উপযুক্ত ছিল, সে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও সামাজিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *