রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ (Milestone School and College)-এর আকাশে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধ ও গুরুতর আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তার হাত বাড়ানো হয়েছে।
এই চরম দুঃসময়ে দগ্ধদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীন এবার বাংলাদেশে পাঠাচ্ছে একটি বিশেষ মেডিকেল দল। ঢাকাস্থ চীনা দূতাবাস (Chinese Embassy in Dhaka) জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে এসে পৌঁছাবে পাঁচ সদস্যের এই বিশেষজ্ঞ দল। এতে থাকবেন অভিজ্ঞ চিকিৎসক ও নার্সরা, যারা অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসায় বিশেষভাবে পারদর্শী।
এর আগে, দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় সিঙ্গাপুর থেকেও পাঠানো হয়েছে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল, যারা ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন। পাশাপাশি, বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসেছে আরও একটি তিন সদস্যের ভারতীয় মেডিকেল টিম (Indian Medical Team), যারা ইতোমধ্যেই চিকিৎসাসেবা প্রদানে কাজ শুরু করেছে।