৩৬ প্রার্থী ঘোষণা গণঅধিকার পরিষদের, আসন নিয়ে হট্টগোল, না পেয়ে সংবাদ সম্মেলনস্থলেই বসে পড়লেন এক নেতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম দফায় ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রার্থীতালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় দলীয় সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur), সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan) এবং অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলটি জানায়, পর্যায়ক্রমে ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করবে তারা।

ঘোষিত ৩৬ প্রার্থীর তালিকায় রয়েছেন দলীয় শীর্ষস্থানীয় নেতারাও। যেমন, পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হচ্ছেন দলের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-২-এ সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ঠাকুরগাঁও-২-এ সহসভাপতি ফারুক হাসান। এছাড়া নেত্রকোণা-২ থেকে নির্বাচন করবেন হাসান আল মামুন নিজেই।

ঘোষিত প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন:
– আবু হানিফ (কিশোরগঞ্জ-১)
– শাকিল উজ্জামান (টাঙ্গাইল-২)
– হানিফ খান সজিব (রংপুর-১)
– শহিদুল ইসলাম ফাহিম (পটুয়াখালী-১)
– আব্দুজ জাহের (নোয়াখালী-৪)
– নুরে এরশাদ সিদ্দিকী (কুড়িগ্রাম-৩)
– আশরাফুল বারী নোমান (হবিগঞ্জ-৩)
– খালিদ হাসেন (খুলনা-৫)
– আবদুর রহমান (গাজীপুর-২)
– কবীর হোসেন (টাঙ্গাইল-৬)
– গোলাম সরওয়ার খান জুয়েল (পাবনা-২)
– মনজুর মোর্শেদ মামুন (চট্টগ্রাম-১৪)
– তোফাজ্জল হোসেন (টাঙ্গাইল-৭)
– মোহাম্মদ জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ-১)
– জাহিদুর রহমান (সিলেট-৬)
– শফিকুল ইসলাম শফিক (কিশোরগঞ্জ-২)
– আব্দুল কাদের প্রাইম (কক্সবাজার-১)
– শেখ শওকত হোসেন (ঢাকা-১৯)
– ইব্রাহিম রওণক (ঢাকা-৫)
– কামরুন নাহার ডলি (চট্টগ্রাম-৯)
– মো. শাহজাহান (রাজশাহী-১)
– মো. সুরুজ্জামান (গাইবান্ধা-৩)
– সোহাগ হোসাইন বাবু (নীলফামারী-৩)
– ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১)
– মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা-১)
– ডা. এমদাদুল হাসান (চট্টগ্রাম-১২)
– মো. ইমরান খান রাসেল (পিরোজপুর-৩)
– ওয়াহেদুর রহমান মিল্কি (নারায়ণগঞ্জ-৩)
– মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩)
– মোহাম্মদ ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ-১)
– রবিউল হাসান (পটুয়াখালী-৪)
– নাছরিন আক্তার লাকী (চট্টগ্রাম-৩)

তবে এই ঘোষণার মধ্যেই ঘটেছে নাটকীয় এক পরিস্থিতি। গাজীপুর-২ আসনে মনোনয়ন না পেয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল করেন দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান। সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলে ক্ষুব্ধ মাহফুজ সম্মেলনস্থলেই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত অসন্তোষ প্রকাশ করে মেঝেতে বসে পড়েন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুরুল হক নুর ও রাশেদ খান। এ বিষয়ে রাশেদ খান বলেন, “গাজীপুর-২ আসনে দুজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে আমরা একজনকে প্রার্থী করেছি। মাহফুজুর রহমান খানকে আমরা অন্য আসনে চিন্তা করছি।” তবে এই বক্তব্যও মাহফুজুরের ক্ষোভ প্রশমনে সহায়ক হয়নি।

দলটির ভেতরে এই ধরণের হট্টগোল তাদের ঐক্য ও সাংগঠনিক পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *