এনসিপি করতে চাইলেই ভয়-ভীতি দেখানো হচ্ছে: ক্ষোভ জানালেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (NCP)–তে যোগদানের ইচ্ছাপোষণকারীদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah)। তিনি বলেছেন, শুধু ভয় দেখানোই নয়, এই কর্মকাণ্ডে প্রশাসনের একাংশও ভূমিকা রাখছে বলে তারা খবর পেয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এদিন শহরে এনসিপির নেতা-কর্মীরা সমবেত হন এবং পদযাত্রা শেষে এই পথসভার আয়োজন করেন।

হাসনাত বলেন, ‘আমরা খবর পাচ্ছি, যারা এনসিপি করতে চায়, তাদের হুমকি দেওয়া হচ্ছে। অথচ রাষ্ট্রীয় প্রশাসন যারা এই হুমকি দিচ্ছে, তাদেরই সহায়তা করছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে এনসিপির শক্তিশালী কমিটি গড়ে তুলতে হবে। প্রশাসনের ভেতরেও নিরপেক্ষ মানুষ আছেন, যারা চায় একটি স্বচ্ছ প্রশাসন গড়ে উঠুক। কিন্তু কিছু সুবিধাবাদী লোক প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। এনসিপির আন্দোলন সেই অন্ধকার ঘর থেকে সমাজকে বের করে আনবে।’

জনতার উদ্দেশে তিনি বলেন, ‘রাজা যায়, রাজা আসে, কিন্তু সুনামগঞ্জবাসীর ভাগ্য বদলায় না। এখানকার মানুষ বছরের পাঁচ মাস ফসল ফলায়, আর বাকি সময় কাটে পানির নিচে। একবার ফসল ফলিয়ে বারো মাস চলতে হয়। এই বাস্তবতা পাল্টাতে হলে সংগঠিত হতে হবে।’

সভা শেষে তিনি আহ্বান জানান, ‘ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন। স্থানীয় পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করুন, তাহলেই ভবিষ্যত বদলানো সম্ভব হবে।’

এর আগে, শহরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করে সেখান থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতারা এবং শেষে আলফাত স্কয়ারে এসে পথসভায় মিলিত হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *