‘এক টিম চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ শুরু হয়ে গেছে’—ইমির তীব্র কটাক্ষ!

বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) ও সেনাপ্রধানের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-তে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। রোববার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এনসিপির উত্তরাঞ্চল শাখার মুখ্য সংগঠক সারজিস আলম। কিন্তু তার এই পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে দলীয় অভ্যন্তরেই।

সারজিস আলমের পোস্টের পরপরই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (University of Dhaka) শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি তার প্রতিক্রিয়ায় লেখেন, “এক টিম চাঁদাবাজ ধরা পড়তেই সেনাবাহিনীর তোয়াজ শুরু হয়ে গেছে।”

ইমির এই মন্তব্য অনেকের কাছে পরিষ্কার বার্তা—সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে যেসব ছাত্রনেতা ধরা পড়েছেন, তাদের সুরক্ষার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদা দাবি করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement)-এর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজন ছাত্রনেতা।

এই ঘটনায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও। ফলে সারজিস আলমের সেনাবাহিনী-প্রীতি অনেকের কাছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়েছে। কেউ কেউ এটিকে ‘পলিটিক্যাল ক্লিন ইমেজ’ ফেরানোর প্রচেষ্টা হিসেবেও দেখছেন।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নয়—দলের অভ্যন্তরীণ অবস্থান, চাঁদাবাজির অভিযোগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের পটভূমিতে এক নতুন বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে যখন চাঁদাবাজির অভিযোগে সরাসরি জড়িয়ে পড়েছে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, তখন এনসিপি থেকে সেনাবাহিনীর প্রশংসা অনেকের কাছেই কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে এখন পর্যন্ত এই ইস্যুতে সারজিস আলম বা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। আর এতে দলের অভ্যন্তরে মতবিরোধ আরও প্রকট হচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *