টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা আজ, শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় নাগরিক পার্টি (NCP) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’-র অংশ হিসেবে মঙ্গলবার টাঙ্গাইল শহরে বড় পরিসরে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে। শহরজুড়ে পোস্টার, ফেস্টুন ও তোরণে ঢেকে গেছে বিভিন্ন সড়ক, উৎসবমুখর পরিবেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

এনসিপির নেতারা ইতোমধ্যেই টাঙ্গাইলে পৌঁছেছেন। সোমবার রাতেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী শহরে এসে প্রথমে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা জানান। পরে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হবে পদযাত্রা। শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এটি নিরালা মোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হবে।

এদিনের কর্মসূচিতে অংশ নিতে আরও যে সব কেন্দ্রীয় নেতা টাঙ্গাইলে আসছেন তারা হলেন—মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সদস্য সচিব সারোয়ার নিভা এবং ডা. তাজনুভা জাবিন।

উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, “জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে।” তার মতে, পদযাত্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের অংশগ্রহণ হতে পারে।

আজাদ আরও বলেন, “টাঙ্গাইলের নিরালা মোড় শুধুই একটি মোড় নয়, এটি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জ্বলন্ত সাক্ষী। যেখানে প্রতিরোধের গর্জন আর স্বাধীনতার স্বপ্ন এক হয়েছিল। সেই মাটি আবারও স্পর্শ করবে এনসিপির নতুন সময়ের পদযাত্রা।”

এদিকে, এমন একটি বড় কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, “এই কর্মসূচির নিরাপত্তায় ৯০০’র বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে এপিবিএন-এর ৭০ জন সদস্যও থাকছেন।”

পুলিশ ও প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি এনসিপির নেতারা এই কর্মসূচিকে শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। টাঙ্গাইলের রাজপথে আজ ইতিহাসের পুনর্জাগরণের প্রত্যাশা তাদের কণ্ঠে স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *