নুরুল কবির (Nurul Kabir), দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতার কণ্ঠস্বর, বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন যে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় তার সম্মতি ছাড়াই তাকে বাংলাদেশ প্রেস কাউন্সিল (Bangladesh Press Council)-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে—তাও ভুল বানানে। সোমবার (২৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে নুরুল কবির লেখেন, “আমার কাছে অত্যন্ত অবাক করার বিষয় হলো, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আজ আমার পূর্বানুমোদন ছাড়াই বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে আমার নাম এবং তাও ভুল বানানে গেজেটভুক্ত করেছে।”
তিনি আরও যোগ করেন, “অতীতে একাধিক সরকার আমাকে এই কাউন্সিলে থাকার জন্য অনুরোধ করেছিল—যে অনুরোধ আমি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু সরকার বা অন্য কোথাও থেকে কেউই এবার আমার সম্মতি নেওয়ার চেষ্টা করেনি। অদ্ভুত।”
পোস্টের শেষাংশে তিনি স্পষ্টভাবে বলেন, “তাই, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি, যদি থাকে, তালিকা থেকে আমার নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য এবং এইভাবে, দয়া করে আমাকে বাধ্য করুন।”
এই ঘটনায় সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ধরনের একতরফা সিদ্ধান্তকে প্রশাসনিক গাফিলতি ও সাংবাদিকদের প্রতি অসম্মানের নজির হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, নুরুল কবির একজন তুখোড় কলামিস্ট ও সাবেক সম্পাদক হিসেবে পরিচিত, যিনি সরকার ও প্রতিষ্ঠানবিরোধী নানা অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার থেকেছেন। তার মতো একজন ব্যক্তির সম্মতি ছাড়াই এমন গুরুত্বপূর্ণ একটি পদে মনোনয়ন—তাও ভুল বানানে—অনেককেই প্রশ্নে ফেলেছে।
সরকারি দপ্তরের এমন দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ কতটা ইচ্ছাকৃত, আর কতটা অসাবধানতাবশত তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে এই অভিযোগের জবাব দেয়।