হার্টে তিনটি ব্লক, জরুরি বাইপাস সার্জারির মুখে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) আমীর ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম পরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুততম সময়ের মধ্যে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। দলীয়ভাবে বিদেশে পাঠানোর চিন্তাভাবনা থাকলেও, নিজেই তা প্রত্যাখ্যান করে দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর একটি হাসপাতালে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়, যা পরিচালনা করেন কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামান (Dr. Mominuzzaman)। পরীক্ষায় তার হার্টে তিনটি প্রধান আর্টারিতে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা মনে করছেন, এনজিওপ্লাস্টির বদলে বাইপাস সার্জারি করাই হবে সবচেয়ে কার্যকর চিকিৎসা। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশ চলাকালীন হঠাৎ করেই মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। এরপর থেকেই একের পর এক মেডিকেল পরীক্ষা করা হয়। এর ধারাবাহিকতায় ধরা পড়ে এই হৃদরোগজনিত জটিলতা।

দলীয় পর্যায়ে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আলোচনা শুরু হয়েছে। যদিও বিদেশে নিয়ে চিকিৎসার প্রস্তাব উঠেছিল, তবে ডা. শফিক নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন।

জামায়াত নেতার পরিবার এবং রাজনৈতিক সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার দ্রুত আরোগ্য কামনায়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে খুব শিগগিরই তার সার্জারির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *