পূর্বঘোষিত সমাবেশের স্থান শহীদ মিনার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে ‘উদারতার অনন্য দৃষ্টান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib), বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সভাপতি। বুধবার (৩০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্রদল চাইলে ঘোষিত স্থানেই কর্মসূচি করতে পারত। তবে উত্তেজনার পরিবর্তে শান্তির বার্তা পৌঁছে দিতে তারা ‘কাঁটার বদলে ফুল’ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি)।
তিনি বলেন, “আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার এক অনন্য নজির স্থাপন করেছি। এটি ছাত্ররাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও সহিষ্ণুতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।”
রাকিবুল ইসলাম আরও বলেন, ৩ আগস্টের ছাত্র সমাবেশটি ছাত্রদলের পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। জুন মাসেই এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিতভাবে অনুমতির আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে ২৬ জুন প্রক্টর অফিস থেকে ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের জন্য আনুষ্ঠানিক অনুমতিও দেওয়া হয়।
তবে পরবর্তীতে গণমাধ্যমে তারা জানতে পারেন, একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (Jatiya Nagorik Party) তাদের নিজস্ব কর্মসূচি ঘোষণা করেছে। এরপর নাগরিক পার্টির পক্ষ থেকে ব্যক্তিগত ও দলীয়ভাবে ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়।
ছাত্রদল সভাপতি বলেন, “সব প্রস্তুতি সম্পন্ন করার পর হঠাৎ স্থান পরিবর্তন খুবই বিব্রতকর। শহীদ মিনারে কর্মসূচি করার অন্যতম কারণ ছিল যেন জনদুর্ভোগ না হয়। তবু আমরা সহাবস্থানে বিশ্বাসী বলেই এনসিপির অনুরোধ বিবেচনায় এনে কর্মসূচির স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও যোগ করেন, যারা ‘সফল অভ্যুত্থানের পর তার একক মালিক’ হতে চাইছেন, তারা যেন ছাত্রদলের এই উদারতা দেখে রাজনৈতিক প্রজ্ঞায় ফিরে আসেন। “আমরা আশা করি, সবাই মতপার্থক্য ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে সহিষ্ণুতার সঙ্গে গ্রহণ করবে,” বলেন তিনি।
ছাত্রদল আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক ছাত্ররাজনীতির পরিবেশ গড়তে চায় বলে মন্তব্য করেন রাকিবুল। “এই পথের পাথেয় হবে সহিষ্ণুতা, উদারতা ও পারস্পরিক শ্রদ্ধা,” বলেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির (Nasir Uddin Nasir), সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।