সামনে ভুয়া সমন্বয়কের নতুন হুমকি, সতর্ক করলেন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission – ACC) এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সভায় ‍সতর্ক করেছেন—দেশের সামনে আবারও এক নতুন সংকট এসে দাঁড়িয়েছে, আর তা হলো ‘ভুয়া সমন্বয়ক’-এর আবির্ভাব। তিনি বলেন, “যেভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর ‘সিক্সটিন ডিভিশন’ নামে এক অজানা বাহিনী হঠাৎ আবির্ভূত হয়েছিল, এখনো তেমন একটি অবাঞ্ছিত পরিস্থিতি গড়ে উঠছে।”

তিনি মতবিনিময় সভায় বলেন, “এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটি ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ ডেকে আনবে।” সভাটি ছিল দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত এবং সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ে। এতে বরিশাল বিভাগের সব সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের কথা টেনে দুদক চেয়ারম্যান বলেন, “সরকার আসে, সরকার যায়। কিন্তু আমরা আমাদের প্রশাসনিক কাঠামোতে এমন অবক্ষয়ের জায়গা করে দিয়েছি যে, তা এখন আর সহজে সামাল দেওয়া যাচ্ছে না।”

‘এই সময়টা পরিবর্তনের উপযুক্ত সময়’

চলমান অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, “এখন আমাদের সামনে বড় সুযোগ। অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে নিরপেক্ষ। তাই আমাদের কাজের পরিবেশ এখন তুলনামূলকভাবে চাপমুক্ত। আমাদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে বাস্তব পরিবর্তন আনা। পক্ষ নেওয়া আমাদের জন্য আত্মঘাতী হবে।”

তিনি বলেন, “অনেক সময় আমরাই রাজনীতিবিদদের কাছে গিয়ে প্রশাসনের রাজনৈতিকীকরণ ঘটাই। যদি আমরা নিজেদের নিরপেক্ষ রাখতে পারি, তাহলে প্রশাসনের কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনা সম্ভব।”

আগাম নির্বাচন নিয়ে সতর্কতা

আগামী জাতীয় নির্বাচন নিয়েও বক্তব্য দেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, “নির্বাচন আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। আমাদেরও এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি দুর্নীতিবিরোধী অগ্রাধিকারের দিক নির্দেশ করে বলেন, “আমাদের উচিত ভবিষ্যতের দুর্নীতি ঠেকাতে বেশি কাজ করা। আগের দুর্নীতি খুঁজে বের করতে আমাদের সব সময় ব্যয় না করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোযোগী হওয়া জরুরি। অতীতভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

বরিশালে দুদকের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সকালে বরিশালের সিএন্ডবি রোডে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট দুদকের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. মোমেন। এই ভবন নির্মাণের মাধ্যমে বরিশাল বিভাগে দুদকের কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *