৩৬ জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান আবির—এমন খবর সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।
আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় শুরু হতে যাচ্ছে ৩৬ জুলাই উদযাপন। এই আয়োজনে গানের পরিবেশনার জন্য আমন্ত্রণ পেয়েছে রংপুরভিত্তিক সংগীত দল ‘টংয়ের গান’ (Tongyer Gaan)। ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান গায়ক হলেন মাহমুদুল হাসান আবির (Mahmudul Hasan Abir), যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (Begum Rokeya University)-এর উপ-ধর্মবিষয়ক সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন নেতা।
এ তথ্য ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলছেন, নতুন ‘স্বাধীনতা দিবস’ ধাঁচের এই ঐতিহাসিক দিনটির উদযাপন শুরু কেন একজন বিতর্কিত নেতার সংগীত পরিবেশনার মাধ্যমে হবে?
সাংবাদিক অন্তু মুজাহিদ তার ফেসবুক পোস্টে ক্ষোভ ঝেড়ে লিখেছেন, “নিষিদ্ধ ছাত্রলীগের নেতার গান দিয়ে শুরু হবে ৩৬ জুলাই উদযাপন! এর চেয়ে পরিহাস আর কী হতে পারে?” তিনি সরাসরি প্রশ্ন রেখেছেন সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki), শফিকুল আলম এবং মাহফুজ আলমের কাছে।
অন্তু আরও লিখেছেন, “আয়োজকরা কি জানতেন এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা একজন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা? যদি জেনেই আমন্ত্রণ জানানো হয়ে থাকে, তবে তা দুর্ভাগ্যজনক। না জেনে হয়ে থাকলে আয়োজক উপদেষ্টা আসিফ মাহমুদ (Asif Mahmud) কীভাবে এমন বাছাই করলেন?”