দাবি উপেক্ষা করে নির্বাচন হলে রাজপথে নামবে জামায়াত: হুঁশিয়ারি দিলেন নায়েবে আমির তাহের

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

আজ বুধবার (০৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা ইতিবাচক। তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো৷ নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।

জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে৷ জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারকেই দিতে হবে।

তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তাহের।

সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *