নির্বাচিত সংসদ ছাড়া ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সম্ভব নয় : সালাহউদ্দিন আহমেদ

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নিয়ে আলোচনার কেন্দ্রে এবার বিএনপি (BNP)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (Salahuddin Ahmed) স্পষ্ট জানালেন, নির্বাচিত সংসদ ছাড়া এই সনদের বাস্তবায়ন সম্ভব নয় এবং এর বাইরে কোনো বিকল্প প্রক্রিয়ার কথা বিএনপি জানে না।

বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই সনদে পরবর্তী নির্বাচিত সংসদের মাধ্যমে এটি বাস্তবায়নের কথা বলা হয়েছে। এটি একমাত্র আইনি প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো রাস্তায় আমরা যাবো না, জানিও না।”

তিনি আরও জানান, সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার ফলাফলই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর মূলভিত্তি। এই সনদে যেসব রাজনৈতিক দল স্বাক্ষর করবে, তারাই ভবিষ্যৎ রাজনৈতিক পথনির্দেশ নির্ধারণ করবে। “আমরা আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। সেই অবস্থানই আজকের ঘোষণায় প্রতিফলিত হয়েছে,” বলেন সালাহউদ্দিন।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) জানান, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে ঘোষণা এসেছে, তা বিএনপি আন্তরিকভাবে স্বাগত জানায়।

মির্জা ফখরুল বলেন, “এই ঐতিহাসিক ঘোষণা দেশে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে এবং গণতন্ত্রের পথে নতুন দিগন্ত খুলে দেবে।” তিনি আশা প্রকাশ করেন, সরকার ও নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, “গণতন্ত্রের এই দীর্ঘ যাত্রায় যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি বিএনপির গভীর শ্রদ্ধা। আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে আমরা তাঁদের সুস্থতার জন্য প্রার্থনা করছি। সেই সঙ্গে শহীদদের পরিবারকে পুনর্বাসনের ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।”

তারেক রহমানের দীর্ঘ আট বছরের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে সফল হয়েছে। এখন সময় এসেছে সেই আন্দোলনের ফলাফলকে সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠা করার।”

সংবাদের শেষদিকে তিনি বলেন, “চলুন, শহীদ জিয়ার স্বাধীনতা-স্বপ্ন, দেশনেত্রী খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং তারেক রহমানের আধুনিক মানবিক নেতৃত্বের আলোকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *