হেফাজত আমীরের উপর ভীষন চটেছে জামায়াত

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে এক সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর দেয়া বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। বাবুনগরীর বক্তৃতার একটি অংশ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর, জামায়াত একে ‘দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে।

গত ৫ আগস্ট ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে দেয়া বক্তব্যে, বাবুনগরী দাবি করেন—‘জামায়াতে ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’। এই বক্তব্যের সূত্র ধরে পরদিন, ৬ আগস্ট, একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলে তা ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক।

বুধবার এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (Ehsanul Mahbub Jubayer) বলেন, “মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী যে অসত্য, মনগড়া ও অশোভন মন্তব্য করেছেন, তা নিঃসন্দেহে দায়িত্বজ্ঞানহীন এবং ইসলামী ঐক্যের বিরুদ্ধে সরাসরি আঘাত।”

তিনি বলেন, “এই সময়ে যখন দেশের ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক সংহতি ও ঐক্যের তীব্র প্রয়োজন, তখন এমন উস্কানিমূলক মন্তব্য ইসলামবিরোধী চক্রান্তকারীদের হাত শক্তিশালী করে। ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক শালীনতার প্রতিকূল এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

জুবায়ের অভিযোগ করেন, বাবুনগরী যে মন্তব্য করেছেন—‘জামায়াতে ইসলামী মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়’—তা পুরোপুরি বিকৃত। “ইসলামের একমাত্র উৎস হলো কোরআন ও সুন্নাহ। জামায়াতে ইসলামী সেই ইসলামেরই অনুসারী। ‘মওদূদীর ইসলাম’ বলে কোনো স্বতন্ত্র ধারার অস্তিত্ব নেই। এ ধরনের কথা বলে তিনি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন,” বলেন জুবায়ের।

বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, একজন প্রবীণ আলেম হিসেবে মাওলানা বাবুনগরীর কাছে জাতি আরও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধকরণমূলক বক্তব্য প্রত্যাশা করে। বরং তার বক্তব্য বিদ্বেষ ছড়ানোর মতো এবং তা ইসলামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে পারে।

তারা বাবুনগরীকে সতর্ক করে বলেন, “এই ধরণের ভিত্তিহীন ও বিদ্বেষমূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য আমরা তাকে বিনয়ের সঙ্গে আহ্বান জানাই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *