জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন শেখ হাসিনা, ফাঁস হলো নানকের সঙ্গে ফোনালাপ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনা (Sheikh Hasina) ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক (Jahangir Kabir Nanak)-এর কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও। ধারণা করা হচ্ছে, এই আলাপটি গত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময়কার।

৫ মিনিট ২৬ সেকেন্ডের ওই রেকর্ড সোমবার সাংবাদিক জুলকারনাইন সায়ের (Julkarnaine Sayar) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। মুহূর্তেই এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

অডিওটিতে দেখা যায়, ছাত্র আন্দোলন দমনের কৌশল নিয়ে নানকের সঙ্গে আলোচনা করছেন শেখ হাসিনা। মোহাম্মদপুরের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নানক বলেন, “ওদের ভূমিকা ভালো, আপা। তবে এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কিছু ছেলে আছে, কিন্তু তারাও আমাদের পক্ষে ছিল।” এসময় তিনি যোগ করেন, “যদি আমরা সেন্টুকে ধরি, তাহলে জাতীয় পার্টি চ্যাতবে।”

এর জবাবে শেখ হাসিনাকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, “জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়। দরকার নাই আমাদের জাতীয় পার্টির। জাতীয় পার্টি হইলো জিন্দা লাশ।”

ফাঁস হওয়া অডিওতে হাসিনাকে নানককে আরও নির্দেশ দিতে শোনা যায়, “তুমি আমাকে যা বলবা, সত্যি কথা বলবা।” নানক তখন জবাব দেন, “জি বলব।”

এদিকে এর আগের দিন, অর্থাৎ রোববার, সাংবাদিক জুলকারনাইন সায়ের আরেকটি ফোনালাপ ফাঁস করেছিলেন। সেখানে শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু (Hasanul Haq Inu)-এর কথোপকথন উঠে আসে। সেই আলোচনায় আন্দোলনকারীদের দমন করতে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি চালানো এবং ছত্রীসেনা নামানোর মতো কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি করা হয়।

দুই দিন ধরে ধারাবাহিকভাবে ফাঁস হওয়া এসব অডিও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠছে—সংকট মোকাবিলায় এমন কঠোর পরিকল্পনা কতটা গণতান্ত্রিক, আর জাতীয় পার্টি নিয়ে হাসিনার মন্তব্য দেশের রাজনৈতিক বাস্তবতায় কী বার্তা দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *