ঢাকাসহ দেশের ১৯ জেলায় একযোগে জেলা আদালতের ২৩০ জন বিচারককে বদলি করেছে সরকার। বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন ৪১ জন জেলা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া জেলা ও দায়রা জজদের আগামী ২৮ আগস্টের মধ্যে বর্তমান দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
এছাড়া একই দিনে পুলিশ বাহিনীতেও বড় ধরনের রদবদল আনা হয়েছে। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদে মোট ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জন কর্মকর্তাকে পূর্ণাঙ্গ অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতি পাওয়া ছয়জন কর্মকর্তাকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
এই রদবদলের ফলে বিচার বিভাগ ও পুলিশ প্রশাসন উভয় ক্ষেত্রেই একযোগে বড় ধরনের পরিবর্তন এলো। মূলত নির্বাচনকে সামনে রেখেই এমন রদবদল এমন আলোচনায় চলছে প্রশাসনে।