কারাগারে থাকাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক (ABM Khairul Haque)। বর্তমানে তাকে ভর্তি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল-এ। সোমবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ।
এর আগে গত ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (Dhaka Metropolitan Detective Police)। পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর নজির স্থাপিত হয়।
উল্লেখ্য, খায়রুল হক ছিলেন বাংলাদেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। তবে দায়িত্বে থাকাকালীন সময় থেকেই তিনি ছিলেন বিতর্কের কেন্দ্রবিন্দু। রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায়, এবং বিশেষভাবে সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে বিচার বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চলছিল। অনেকের মতে, বিচার বিভাগে তাঁর ভূমিকা বিচারপতির চেয়ে একজন রাজনৈতিক কর্মীর মতো ছিল।
ফলে আজ তার কারাগারে যাওয়া কিংবা চিকিৎসাধীন অবস্থায় থাকা—এটি শুধুই দুর্ভাগ্যজনক ঘটনা নয়; বরং অতীতের বিতর্কিত কাজেরই এক অনিবার্য ফলাফল।