বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর সমাধিতে বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা শারমিন হুসেন (Dr. Sabrina Sharmin Hossain)-এর উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না (Abdul Monayem Munna)।
সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মুন্না তার অসন্তোষ ব্যক্ত করেন। তিনি শুধু সাবরিনার উপস্থিতিই নয়, বরং যারা তাকে নিয়ে শহীদ জিয়ার মাজারে প্রবেশ করিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তার স্ট্যাটাসে মুন্না লেখেন— ‘বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক।’
স্ট্যাটাস প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়। অনেকে তার সাথে একমত জানিয়ে মন্তব্য করেছেন— “সহমত ভাই”, কেউ লিখেছেন— “ধন্যবাদ আপনাকে ভাই”, আবার কেউ কেউ সতর্কবার্তা দিয়ে লিখেছেন— “সুযোগসন্ধানীদের বিষয়ে এখনই সতর্ক হওয়া উচিত।”
উল্লেখ্য, ডা. সাবরিনা শারমিন হুসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের মালিকানাধীন জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের অনুমতি দিতে সহযোগিতা করেছিলেন। প্রতিষ্ঠানটির না ছিল যথাযথ নিবন্ধন, না ট্রেড লাইসেন্স। এছাড়া জেকেজি হেলথ কেয়ারকে ব্যবহার করে তিনি আর্থিকভাবে লাভবান হন বলে অভিযোগ রয়েছে।
শুধু তাই নয়, সাবরিনার বিরুদ্ধে তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগও উঠে আসে। এসব বিতর্কের মধ্যেই তার শহীদ জিয়ার সমাধিতে উপস্থিত হওয়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে।