আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগ ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়েও বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (Kader Siddiqui)। তিনি অভিযোগ করেন, গত এক বছরে ’চব্বিশের আন্দোলনকারীদের’ আচরণে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে তার ভাই লতিফ সিদ্দিকী (Latif Siddiqui)সহ কয়েকজনকে আটকের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন,
“আমি দেশবাসী ও আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলতে চাই, ’চব্বিশের আন্দোলন’ আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। আমি তাদের সমর্থন করি। কিন্তু গত এক বছরে আন্দোলনকারীদের ব্যবহার মানুষকে ভীষণভাবে অতিষ্ঠ করেছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় দীর্ঘস্থায়ী হবে, হয়তো হাজার বছর ধরে টিকে থাকবে। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানেই তাদের সেই বিজয় ধ্বংসের পথে যাচ্ছে—এটা আমরা আশা করিনি।”

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী দোসরদের তুলনায় বর্তমান এই স্বৈরাচারই বেশি ভয়ংকর। তার ভাষায়, “মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মত প্রকাশের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে।”

এ সময় দেশে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তোলা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও দাবি জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী।

ভাই লতিফ সিদ্দিকীকে আটকের প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আজ সকালে ৭১ মঞ্চের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে, সেখানেই মব তৈরি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে, তবে আমরা তা আইনিভাবেই মোকাবিলা করব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *