বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, এ ধরনের কোনো নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ডাকসু ও হল সংসদ নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম, দ্বিতীয় স্তরে পুলিশ এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী অবস্থান নেবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছিল, প্রয়োজনে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ঘিরে রাখবে।

এই ঘোষণা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেক জায়গায় খবর প্রকাশিত হয় যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। তবে আইএসপিআর বৃহস্পতিবার স্পষ্ট জানায়, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে এমন কোনো দায়িত্ব দেওয়ার প্রশ্নই ওঠে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ তত্ত্বাবধানেই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। সেনাবাহিনী বিশ্বাস করে, নির্বাচনগুলো উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সবার প্রতি শুভকামনাও জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *