বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (Syed Abdullah Mohammad Taher) মন্তব্য করেছেন, যারা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বোঝেন না, তাদের রাষ্ট্র পরিচালনার মতো ন্যূনতম জ্ঞান নেই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল—পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, এবং এই ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি।
ডা. তাহের বলেন, “যারা পিআর পদ্ধতি বোঝে না, তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ এক মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে। পিআর পদ্ধতিকে সামনে রেখেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
তিনি বলেন, “আমরা পুরাতনকে বিতাড়িত করেছি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ইস্যু আসবে সেটাই স্বাভাবিক। তবে এখন দেশে সংস্কারের উদ্যোগ ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করতে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে, যেখানেই সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন, সেখানেই একটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।”
তিনি আরও বলেন, “সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ এখন ঘুমিয়ে নেই। তারা সব রাজনৈতিক দলকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর যদি পরিকল্পিতভাবে নির্বাচন হয়, তবে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না।”
আলোচনায় বক্তারা মনে করেন, দেশে স্থায়ী শান্তি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনী ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা অপরিহার্য। পিআর পদ্ধতির মতো একটি প্রতিনিধিত্বশীল ব্যবস্থার দাবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। তাহেরের বক্তব্য সেই দাবিকেই নতুন করে আলোচনায় নিয়ে এলো।