জুলাই বাহিনীর নামে অনেকেই আমাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন: মাসুদ কামাল

জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল (Masud Kamal) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জুলাই বাহিনীর নামে অনেকেই তাকে এবং তার মতো আরও কয়েকজনকে গ্রেপ্তারের দাবি তুলছেন। এ প্রসঙ্গে তিনি সরাসরি ওই বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, কাউকে স্বৈরাচারের দোসর আখ্যা দেওয়ার আগে আওয়ামী লীগের টানা ১৫ বছরের কর্মকাণ্ডের সঙ্গে তার কাজের তুলনা করে দেখা উচিত।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে তিনি বলেন, “আমরা ঝুঁকি নিয়ে এই দেশে থেকে শেখ হাসিনার সমালোচনা করেছি। তাদের অন্যায় ও স্বেচ্ছাচার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো এখনো আছে, সেগুলো দেখে তারপর কথা বলুন।”

তিনি আরো মন্তব্য করেন, “জীবনে একদিনও আওয়ামী লীগ করিনি, তবুও আজ আমাদের স্বৈরাচারের দোসর বলা হচ্ছে—এটা মেনে নেওয়া কঠিন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *