জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ তুলেছেন যে, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। রবিবার (৩১ আগস্ট) রাতে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “আমরা আশা করি দেশ যেন কোনোভাবেই অস্থিতিশীল অবস্থায় না যায়।”
রাত ৯টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণের পর ভিআইপি লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে এনসিপি প্রতিনিধি দলের এই নেতা সফর-পরবর্তী বক্তব্য দেন। তিনি চীন সফরে আমন্ত্রণ জানানোর জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির (Communist Party of China) সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম।
বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নাহিদ ইসলাম ও সারজিস আলম। রাত ১১টার দিকে সেখানে পৌঁছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নে জাতীয় পার্টি প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, “জাতীয় পার্টি শুধু গত ১৬ বছর দালালি করেই থেমে থাকেনি, তারা নব্বইয়ের পরাজিত শক্তি। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়ে এরশাদের পতন ঘটিয়েছিল। কিন্তু তখন কিছু রাজনৈতিক দল আপস করে ভুল করেছিল, যার ফলেই এরশাদকে পুনর্বাসনের সুযোগ মিলেছিল। সেই ভুলে জনগণকে বেইমানি করা হয়েছিল। ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পরে আর সেই সুযোগ দেওয়া হবে না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা— যারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে— সবাইকে বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে।”
জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে মতামত জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “অবশ্যই আমি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিকে সমর্থন করি। তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির ও সংগঠক নাহিদ উদ্দিন তারেক।