প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে এনসিপির ফুলেল শুভেচ্ছা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই শুভেচ্ছা প্রদান করা হয়। সেখানে উপস্থিত থেকে এনসিপি নেতাদের দেওয়া ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) এবং স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ (Salah Uddin Ahmed)।

এসময় এনসিপির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন শারজিস আলম, শামান্তা শারমিন, আরিফুর ইসলাম আরিফ এবং মাইনুল ইসলাম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ফুলেল শুভেচ্ছা দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *