ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে পদ থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জালালী লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে দলের বিভিন্ন অ্যাসাইনমেন্ট, প্রেস রিলিজ ও তথ্য সরবরাহে সহায়তা করার চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেন, প্রেস রিলিজের মাধ্যমে প্রস্তুত সংবাদ প্রদান করার চেষ্টা সবসময়ই করেছেন, তবে সীমাবদ্ধতা কিংবা অনিচ্ছাকৃত কারণে কখনো কখনো যথাসময়ে তথ্য দিতে না পারার বিষয়ও ঘটে গেছে।
নিজের পদত্যাগ প্রসঙ্গে তিনি আরো লেখেন, ব্যক্তিগত অসুবিধার কারণে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এ সময় তিনি দলের নেতাকর্মী এবং জাতীয় পার্টি বিষয়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
বিজ্ঞপ্তির শেষাংশে খন্দকার দেলোয়ার জালালী দলের সকলের জন্য সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর কামনা করেন এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।