“আওয়ামী লীগ ফিরলে আরেকটি গণহত্যা হবে”—রাশেদ খানের আশঙ্কাজনক মন্তব্য

আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে দেশে আরেকটি গণহত্যা সংঘটিত হবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan)। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগ তুলেন।

রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। এটা একটা চক্রান্তের অংশ, যার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি, ফলে নানা জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি যদি ফিরে আসে, তাহলে কেউই নিরাপদ থাকবে না। উপস্থাপক মনজুর আল মতিন আপনি কি ভাবছেন? আপনি যে ভূমিকা রেখেছেন জুলাই আন্দোলনে, তাতেও আপনি ছাড় পাবেন না।”

‘ফ্যাসিবাদ ও গণহত্যা’র আশঙ্কা

গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, “আওয়ামী লীগ ফিরে এলে দেশে আরেকবার ফ্যাসিবাদ কায়েম হবে। জাতীয় পার্টির মতো দলগুলো সেই ফ্যাসিবাদের দোসর হবে এবং অনিবার্যভাবে আরেকটা গণহত্যা পরিচালিত হবে। তাই আমাদের লক্ষ্য—যেভাবে আমরা তাদের গণ-অভ্যুত্থানে প্রতিহত করেছি, সেভাবেই তাদের সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতাও রুখে দিতে হবে।”

বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা এবং অর্থায়নের অভিযোগ

বিশ্ববিদ্যালয় অস্থিরতা নিয়ে রাশেদ খান বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনা সন্দেহজনক। এটা আসলেই সংঘর্ষ, না কি আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে সংঘর্ষ তৈরি করছে—সেটা এখন প্রশ্ন।”

এছাড়া, দেশের অস্থিতিশীলতা তৈরিতে আওয়ামী লীগ অর্থনৈতিক সহায়তা পাচ্ছে বলেও অভিযোগ তোলেন রাশেদ খান। তিনি বলেন, “গণমাধ্যম এবং বিএনপির সিনিয়র নেতাদের সূত্র মতে, এস আলম গ্রুপ আওয়ামী লীগকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে দেশকে অস্থির করতে।”

এই অভিযোগগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। যদিও সরকারি বা আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *