জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের (Golam Mohammad Quader) এবং তার স্ত্রী শেরীফা কাদের (Sharifa Quader)-এর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আদালতের এ আদেশের বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে নিশ্চিত করা হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে যখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন মহল সরব হয়ে উঠেছে, সেই প্রেক্ষাপটেই এ রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এলো। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এ ধরনের আদালতের পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এর আগে আদালত জিএম কাদের এবং জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগের প্রেক্ষিতে বলা হয়, ২০১৯ সালের ১৮ জুলাই দলীয় গঠনতন্ত্রের পরিপন্থীভাবে তৎকালীন মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাকে চেয়ারম্যান ঘোষণা করেন। পরবর্তীতে সেই বছরের ২৮ ডিসেম্বর জিএম কাদের নিজস্ব উদ্যোগে সম্মেলন ও কাউন্সিল আয়োজন করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেন।
এছাড়া সাম্প্রতিক সময়ে দলের ভেতর বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে প্রেসিডিয়াম সদস্যসহ সাতজনকে অব্যাহতি দেওয়া হয়। পরে আরও তিনজনকে বাদ দেওয়া হয়। এমনকি জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকেও তাদের নাম সরিয়ে ফেলা হয়।
এই ঘটনাপ্রবাহের জেরে চলতি বছরের ১০ জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতেই এখন জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হলো।
বিস্তারিত আসছে…