তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) দেশে ফিরতে চাইলে সরকার সর্বোতভাবে সহায়তা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার ভাষায়, দেশে ফেরার বিষয়টি একান্তই তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এ নিয়ে সরকারের কোনো বাধা নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো জটিলতা থাকলে সরকার সমাধান করবে।

এক প্রশ্নে উপদেষ্টা জানান, “তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটা আমার জানা নেই। তবে তিনি যখন দেশে ফিরতে চাইবেন, তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন হবে, আমরা তা দিতে প্রস্তুত।”

সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা—এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “আমার মনে হয়, সেটার প্রয়োজন নেই। তিনি যখন ফিরতে চাইবেন, তখনই আমরা সর্বোতভাবে তাকে সহায়তা করবো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *