নির্বাচন ষড়যন্ত্রে জামায়াতের পাশাপাশি শেখ হাসিনার সম্পৃক্ততার অভিযোগ ফারুকের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক (Zainul Abedin Farroque) অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কেবল জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) ষড়যন্ত্র করছে না, এর সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) নিজেও। তার ভাষ্যে, এ ধরনের ষড়যন্ত্রে জামায়াত কোনো লাভবান হবে না, বরং আসল সুফল ঘরে তুলবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন ফারুক।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘সংখ্যানুপাতিক পদ্ধতিতে’ (পিআর সিস্টেমে) আয়োজনের দাবি তুলেছে জামায়াতে ইসলামী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, “পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদের সেই অপখেলা জনগণ শক্ত হাতে প্রতিহত করবে।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন অবশ্যই সংবিধানসম্মতভাবে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

এদিন আরেকটি গুরুত্বপূর্ণ রায়ও আলোচনায় আসে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটি বহাল রেখেছে আপিল বিভাগ। এই খালাসের খবরে সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *