যে দামে দুর্গাপূজায় ভারত যাচ্ছে ১২০০ টন ইলিশ ?

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের বাজারে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ বছরও রপ্তানির জন্য নির্ধারিত হয়েছে ন্যূনতম মূল্য—প্রতি কেজি ১২ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২০ টাকা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী (S H M Magfurul Hasan Abbasi) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজার আগে সীমিত পরিসরে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে সরকার।

রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপিতে আবেদন পাঠাতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ে। এর সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের অনুমোদিত লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যারা ইতোমধ্যে রপ্তানির জন্য আবেদন করেছেন, তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। অর্থাৎ পূর্বের আবেদনগুলো বৈধ হিসেবেই বিবেচিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *