আসন্ন ডাকসু নির্বাচনের প্রাক্কালে শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পাবলিক একাডেমি (Bangladesh Public Academy – BPA) এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘বেসরকারি’ যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে। জরিপে অংশ নেন মোট ২৪০ জন ইচ্ছুক ভোটার।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, শীর্ষ চার ভিপি প্রার্থী হিসেবে উঠে এসেছেন— বাগছাসের (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ভিপি প্রার্থী আব্দুল কাদির, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান (Abidul Islam Khan), স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মো. আবু সাদিক কায়েম।
ভোটের হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান, যিনি পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। তার পরেই রয়েছেন আব্দুল কাদির, যার ঝুলিতে এসেছে ১৮ শতাংশ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা অর্জন করেছেন ১২ শতাংশ ভোট, আর মো. আবু সাদিক কায়েম পেয়েছেন ৯ শতাংশ ভোট।
বাংলাদেশ পাবলিক একাডেমি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই জরিপের ফলাফল প্রকাশ করেছে। প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, বিশেষত আবিদুল ইসলাম খানের অগ্রগতি নিয়ে।