ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নির্বাচনের পূর্ববর্তী দিন সোমবার রাত ৮টা থেকে শুরু করে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। এই পদক্ষেপের মাধ্যমে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।
শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত—এই সাতটি প্রবেশদ্বার বুধবার সকাল ৬টা পর্যন্ত সাধারণের জন্য বন্ধ থাকবে। তবে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু থাকবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হবে। একইসঙ্গে কর্মীদের পরিবারের সদস্যরাও সংশ্লিষ্ট পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। এতে সীমাবদ্ধ সময়েও পরিবারিক সহায়তা অব্যাহত রাখা সম্ভব হবে।
গাড়ি চলাচলে থাকবে কঠোর নিয়ন্ত্রণ। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার গাড়ি—যেমন অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি—প্রবেশ করতে পারবে। অন্য কোনো ধরণের গাড়ি এই সময় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানিয়েছে, বিশেষ প্রয়োজনে যেসব কর্মীদের পরিবারের কেউ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত নন, তাদের জন্য বিশেষ প্রবেশপাস ইস্যু করা হবে। এই সময় ক্যাম্পাসে প্রবেশকারীদের সবার জন্য পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ক্যাম্পাস লকডাউন হিসেবে চিহ্নিত হচ্ছে। কর্তৃপক্ষের মতে, এটি একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং নিরাপদ ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের সুস্পষ্ট অঙ্গীকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেছে।