দুদকের মামলায় অবশেষে গ্রেপ্তার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম

দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম-কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ নির্দেশ দেন।

কারাগার থেকে মোরশেদ আলমকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৪ মে দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মোরশেদ আলম ছাড়াও আরও দুইজনকে আসামি করা হয়। তারা হলেন— তার ছেলে ও বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম এবং তার ভাই ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

মামলার নথি অনুযায়ী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এরিয়া অফিসের জন্য জমি ক্রয়ের সময় বড় ধরনের স্বার্থের সংঘাত গোপন করা হয়। ওই জমি ছিল মোরশেদ আলম ও তার ভাই জসিম উদ্দিনের মালিকানাধীন। অভিযোগ অনুযায়ী, অস্বাভাবিক দামে জমি কেনার মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল রাতে রাজধানীর গুলশান থেকে মোরশেদ আলমকে আটক করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা এক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *