শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে স্থায়ী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল-এর আরও ছয় নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের সাংগঠনিক সব পদ ও প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

সোমবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাখাটির দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে প্রার্থী হয়েছিলেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অছিকুর রহমান জয় এবং একই হলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আহ্বায়ক সদস্য নাহিন নিয়াজ মাহি। এ ছাড়া মাস্টারদা সূর্য সেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই হল শাখার আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হল শাখার আহ্বায়ক সদস্য জেভিয়ার হাসান। অন্যদিকে ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ওই শাখার সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান কর্মী সোহানুর রহমান সোহাগ। একইভাবে ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন অমর একুশে হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সিফাতুল ইসলাম।

শাখাটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যাতে সাংগঠনিক সম্পর্ক না রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *