উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ এনসিপি নেতা সাজিদের বিরুদ্ধে ছিনতাইয়ের গুরুতর অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। রবিবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, হোমনা উপজেলার (Homna Upazila) চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের তিন ভাই-বোনকে ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হতে হয় স্থানীয় এনসিপি নেতা ও সমন্বয়ক সাজিদ এবং মাহির হাতে।

ভুক্তভোগীদের অভিযোগ, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, ওই পরিবারের কিশোরী মেয়েটির সাথে অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সাজিদ ও মাহির বিরুদ্ধে ইতোমধ্যে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শিকার হওয়া যুবক মোঃ বাদশা জানান, তার চাচাতো ভাই বাবু এবং বোনসহ তারা তিনজনই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি আরও বলেন, প্রথমে ছিনতাই করা মোবাইল ফেরত দেয়ার নামে সাজিদ ও তার সহযোগীরা আবারও ৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সাজিদের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া (Asif Mahmud Sajib Bhuiya)-এর ঘনিষ্ঠতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যৌথ ছবির কারণে তাদের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এমনকি পূর্বেও সাজিদ ও তার সহযোগীদের নানা অপকর্মের ভিডিও প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

উল্লেখযোগ্য যে, সাজিদ এর আগে মুরাদনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী ছিলেন। ৫ আগস্টের পর হাসিনা পতনের ঘটনার পর থেকে তিনি আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও তার চাচাতো ভাই ওবায়দুল্লাহর ঘনিষ্ঠ হয়ে পড়েন। বর্তমানে এনসিপি নেতা হিসেবে এলাকায় তার নাম আতঙ্কের সমার্থক হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *