জাতিসংঘ (United Nations) সাধারণ পরিষদে একটি ঐতিহাসিক প্রস্তাব পাশ হয়েছে, যেখানে হামাসমুক্ত একটি স্বাধীন ফিলিস্তিন (Palestine) রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ শিরোনামের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, যেখানে বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্ক (New York)–এ জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স (France) ও সৌদি আরব (Saudi Arabia)। ঘোষণায় একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস (Hamas) কর্তৃক পরিচালিত হামলার নিন্দা জানানো হয়েছে, অপরদিকে গাজা উপত্যকায় ইসরাইলের আরোপিত অবরোধ, ধারাবাহিক বোমাবর্ষণ ও মানবিক বিপর্যয়েরও তীব্র সমালোচনা করা হয়েছে।
এ প্রস্তাবে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়।
তবে এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) পূর্বেই ঘোষণা দিয়েছিলেন যে, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে না। প্রস্তাবটি পাশ হওয়ার পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, “এই ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি না দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ নিজেকে একটি বাস্তবতা-বিচ্ছিন্ন রাজনৈতিক সার্কাসে রূপান্তর করেছে।”
অন্যদিকে, হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং এটিকে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলে উল্লেখ করেছে। তারা আশা করছে, এই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।
জাতিসংঘ সূত্র জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে বৈশ্বিক প্রতিক্রিয়া মিশ্র হলেও তারা এই ঘোষণার বাস্তবায়ন এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের ব্যাপারে অটল। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোকে এই লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।