আওয়ামী লীগকে ‘ইসলামের দুশমন’ আখ্যা দিলেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (Allama Shah Muhibbullah Babunagari) কঠোর ভাষায় আওয়ামী লীগকে ‘ইসলামের দুশমন’ বলে আখ্যা দিয়েছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী হলো দেওবন্দী কওমী মাদরাসা ধারার দুশমন।

গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী ডাকবাংলো মাঠে এক সমাবেশে বক্তৃতাকালে আল্লামা বাবুনগরী শপথ করে বলেন, “আওয়ামী লীগ ইসলামের দুশমন। আর, জামায়াত দেওবন্দী কওমী মাদরাসার দুশমন। আল্লাহ না করুন, আমি কসম করে আজকে বলে দিয়ে যাচ্ছি, এই ফেরাউনের জাত যদি কোনোভাবে কখনো সরকারে আসতে পারে, তাহলে দেওবন্দী কওমী ধারা এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত ধারার (আলীয়া ও সুন্নিয়াত) মাদরাসার কোনো অস্তিত্ব কোথাও রাখবে না। আমি আজকে সাফ এই কথাটা বলছি। আপনারাই তা দেখবেন। আমি কসম করে বলতে পারি। আল্লাহ পানাহ্ দিন, আল্লাহ আমাদেরকে পানাহ দিন।”

সমাবেশটি ছিল হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনাইদ বাবুনগরী (Allama Junaid Babunagari)-র স্মরণসভা। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম, ওলামা ও মশায়েখরা উপস্থিত ছিলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা হারুন ইজহারসহ অন্যান্য আলেমরা। তাঁদের বক্তব্যেও হেফাজতের আদর্শ ও কওমী ধারার প্রতি আনুগত্যের কথা উঠে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *