তোফাজ্জল হত্যা মামলায় আত্মগোপনে থাকা শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার দুই গুরুত্বপূর্ণ আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল (Ibrahim Khalil) এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (Jahangir Alam)।

পুলিশ জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামিরদিয়া ধানিখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি ভাড়া বাসা থেকে আত্মগোপনে থাকা ওই দুই নেতাকে আটক করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির (Humayun Kabir) বলেন, খবর পাওয়ার পর দ্রুত অভিযানে নেমে দুই আসামিকে ধরা হয়। তিনি আরও জানান, তারা দুজনই তোফাজ্জল হত্যা মামলার মূল আসামি হিসেবে চিহ্নিত।

গত বছরের ৪ আগস্ট ভালুকার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এ হামলায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে। ঘটনার পরপরই এলাকায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে। তবে নিহতের পরিবার ভয়ভীতির কারণে তখন মামলা করতে সাহস পায়নি।

পরে চলতি বছরের ২১ মার্চ নিহত তোফাজ্জলের হত্যাকাণ্ডে স্থানীয় যুবদল নেতা শরিফ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (Sheikh Hasina), আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (Obaidul Quader), ভালুকার সাবেক দুই সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের মোট ২৪৫ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রী এবং ভালুকার জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *