জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)। সফরে তাঁর সঙ্গে থাকবেন দেশের তিন রাজনৈতিক দলের চারজন শীর্ষ নেতা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), বিএনপি নেতা হুমায়ুন কবীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।
জাতিসংঘে বাংলাদেশ উদ্যোগে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। সফর চলাকালে তিনি ফিনল্যান্ড ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (Antonio Guterres)-এর সঙ্গে বৈঠক করবেন।
গত ৯ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা ব্যারবকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই অধিবেশন। এবারের প্রতিপাদ্য—‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।
অধিবেশনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর ২২ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। আর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ বিতর্ক পর্ব, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।