নির্বাচন অনিশ্চিত হলে ‘পতিত ফ্যাসিবাদ’ই লাভবান হবে: সালাহউদ্দিন আহমদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। তার মতে, যদি নির্বাচন বানচাল, বাধাগ্রস্ত বা বিলম্বিত হয়, তবে এর একমাত্র সুবিধাভোগী হবে ‘পতিত ফ্যাসিবাদ’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন বানচালের ফল কী হয়—এই জাতি বহুবার সে পরিণতি ভোগ করেছে। আমরা আবার সেই ভুলের পুনরাবৃত্তি চাই না। আলাপ-আলোচনার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে এবং সমাধানের দিকে যেতে হবে।”

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি এখনো আলোচনার টেবিলে আছে এবং প্রতিদিন সমাধানের জন্য নতুন নতুন প্রস্তাব দিচ্ছে। তার আশা, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে এবং এর ফলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া বন্ধ করা সম্ভব হবে।

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এক বছর হয়ে গেল অন্তর্বর্তী সরকার গঠনের। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন। এখনো পর্যন্ত এর বিপক্ষে কোনো বিচারিক রায় আসেনি। সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলা কেবল রাজনৈতিক বক্তব্য মাত্র, এর কোনো বাস্তব বৈধতা নেই।”

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি সতর্ক করেন। তার মতে, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর ব্যবস্থায় সবসময় অনিশ্চিত সরকার গঠিত হয়, ঝুলন্ত সংসদ তৈরি হয় এবং মেজরিটি নিশ্চিত হয় না। এর ফলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় না। উদাহরণ টেনে তিনি বলেন, “আমাদের পার্শ্ববর্তী একটি দেশে এর বাস্তব অভিজ্ঞতা ইতিমধ্যেই দেখা গেছে। তাই আমরা সেরকম অনিশ্চিত ভবিষ্যৎ মেনে নিতে পারি না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *