বিএনপির স্থায়ী কমিটির চিত্র পরিচয়ে গয়েশ্বর চন্দ্র রায় (গয়েশ্বর চন্দ্র রায় (Goyeshwar Chandra Roy)) বলেন, পিআর আজগুবি — এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায়, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, পিআর হচ্ছে নির্বাচনকে বানচাল করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে (শেখ হাসিনা (Sheikh Hasina)) দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেওয়া। যে কোনোভাবেই নির্বাচনকে বাতিল করতে চাইলে, আমরা তাদের অস্তিত্ব রাখব না — এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন গয়েশ্বর। তিনি আরও বলেন, আমাদের যাওয়ার বা হারানোর কিছুই নেই।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন গয়েশ্বর। সমাবেশে তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও নারী নেতৃত্বের গুরুত্ব উহ্য ছাড়েননি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিশ্বের বিভিন্ন আন্দোলনে নারীরা যে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে তা লুকিয়ে রাখার নয়। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীদের বিরুদ্ধে নারীরাও লড়েছে — ইতিহাসে তা স্বচ্ছন্দভাবে আছে। আজকের প্রেক্ষিতে তিনি বলেন, নারীরা আবারও যুদ্ধের ময়দানে; অনেকেই পুলিশের পোশাক গায়ে পরেই দায়িত্ব পালন করছেন। গয়েশ্বরের ভাষ্য, নারীরা মাঠে নামলে ঝড়-মেঘ, বৃষ্টি বা তুফান—কিছুই তাদের থামাতে পারে না। নারী ঐক্যবদ্ধ হলে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা জয়ী হতে পারে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
বার্তা বাজার/এসএইচ
(স্থান: তেঘরিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ)