গণঅধিকার পরিষদ ও এনসিপি (NCP)–র মধ্যে একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন রাশেদ খান (Rashed Khan)। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লিখেছেন, দুটি দলের মধ্যে একীভূত হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা এগোচ্ছে। তবে একইসঙ্গে পুরো প্রক্রিয়াটি ভেস্তে দেওয়ারও চেষ্টা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “তারুণ্য যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির জন্ম হবে।” তিনি মনে করেন, এই উপলব্ধি সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যেই থাকা জরুরি।
তিনি আরও বলেন, প্রণয় বা বোঝাপড়ার ভিত্তিতেই উভয় পক্ষ কাছাকাছি আসে। আর সম্পর্ক এগিয়ে নিতে হলে একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতাও থাকা দরকার। তার মতে, গণঅধিকার পরিষদ ও এনসিপি–র মধ্যে যে সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে, সেটিকে বাস্তবায়নের দায়িত্ব দুই দলের নেতা-কর্মীদের কাঁধেই বর্তায়। তিনি সতর্ক করেন, যদি সবাই দায়িত্বশীল আচরণ না করে, তবে ক্ষতিগ্রস্ত হবে অসংখ্য মানুষের স্বপ্ন।
রাশেদ খান স্মরণ করিয়ে দেন, এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটিই আবার আলোচনায় এসেছে নতুনভাবে। তবে এবারও যদি বাস্তবায়ন না হয়, তাহলে জনগণ সব পক্ষকেই ধোঁকাবাজ বলে মনে করবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, ন্যায্যতা ও সাম্যতার ভিত্তিতে একীভূত হওয়ার ব্যাপারে গণঅধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করছে। সেইসঙ্গে তিনি দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন থাকার আহ্বান জানান।