নিউইয়র্কে ডিম মিজানকে হাসিনার ফোন , অভিনন্দন

নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন-কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মিজানুর রহমান অবশেষে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাকে জামিনে মুক্তি দেয়।

মুক্তি পাওয়ার পর আদালতের বাইরে জমায়েত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে মিজানকে বরণ করেন এবং স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। এসময় মিজান গণমাধ্যমকে জানান, আদালতে তার হাজিরার কথা ছিল রাত ১১টায়, তবে নেতাকর্মীদের ভিড় এড়াতে সাড়ে ৮টার দিকেই তাকে বিচারকের সামনে তোলা হয়।

মিজান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলেই আদালত আমাকে জামিনে মুক্তি দিয়েছেন। আগামী মাসে আবার আদালতে হাজির হওয়ার তারিখ দিয়েছেন বিচারক। আমার নামে যে মামলা করা হয়েছে, সেই জাহিদ খানকে আমি চিনি না। পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে এবং আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”
জামিনে মুক্তি পাওয়ার পরপরই তিনি আরও জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ ঘটনা আবারো প্রমান করে, জুলাই – আগষ্টে যে গনহত্যা চালিয়েছে আ’লীগ , সে ব্যাপারে, না শেখ হাসিনা কিংবা হাসিনার সর্মথকদের কোন প্রকার অনুশোচনা আছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *